![](https://thebiz24.com/wp-content/uploads/2023/04/EID.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১৮ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আগে এটাই ছিল শেষ লেনদেন। ঈদ উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট ৫ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন। ঈদুল ফিতর উপলক্ষে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
অন্যান্য বারের মতো এবারও সবাই যাতে সুস্থ ও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেই কামনা করেন তারা। একই সঙ্গে ঈদের পরে গতিশীল পুঁজিবাজারের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছেন, বিএসইসির সকলের পক্ষ থেকে দেশের পুঁজিবাজারের সঙ্গে সম্পেৃক্ত সকলের জন্য রইল পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আশা করি, এবারের পবিত্র ঈদুল ফিতর সকলে সুস্থ ও সুন্দরভাবে উদযাপন করবেন। ঈদ উপলক্ষে আমরা সকলেই কর্মব্যস্ততার মধ্যে চলে যাব। ঈদের পরে আমরা সময়মতো পুঁজিবাজারে ফিরে আসব, সেই পত্যাশা করছি। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু পুঁজিবাজারের রেগুলেটর, স্টেকহোল্ডার, বিনিয়োগকারী এবং এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ আপনাদের পরিবারের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি৷ একই সাথে আমি প্রত্যাশা করছি ঈদের পর আপনাদের বিনিয়োগের মাধ্যমে একটি গতিশীল ও প্রানবন্ত পুঁজিবাজার গড়ে উঠবে৷ পুঁজিবাজারকে একটি সুন্দর অবস্থানে নিতে চাই আপনাদের মাধ্যমে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সকল ধরনের বিনিয়োগকে স্বাগত জানায়৷ আপনাদের বিনিয়োগই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের চালিকা শক্তি৷ ঈদ মোবাররক।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারাক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, ঈদ এসেছে শান্তি আর আনন্দের বার্তা নিয়ে। সংকীর্ণতা আর ভেদাভেদ ভুলে একে অপরকে আরো কাছে জড়িয়ে নেওয়ার সুযোগ দিতে। তাই ঈদ নিছক আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমবে বলে বিশ্বাস করি।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি এবং ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান বলেছেন, বিশ্ব মানবতার শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ়তার কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ঈদ পরবর্তী গতিশীল পুঁজিবাজার প্রত্যাশা করেন।
পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আল আমিন বলেন, সবাই যেন সুন্দরভাবে ঈদ করে কর্মস্থলে ফেরত আসেন। ঈদের পর যেন আমরা একটা গতিশীল পুঁজিবাজার দেখি। লম্বা সময় ধরে ক্ষুদ্র বিনিয়োগকারীগণ এই বাজার থেকে কাঙ্খিত মুনাফা দূরের কথা, পুঁজি ধরে রাখতে পারছেন না। তাই ঈদের প্রকৃত আনন্দ হবে তখনি যখন একটা গতিশীল পুঁজিবাজার আমরা দেখবো।