নভেম্বর ১৪, ২০২৪

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে বিশ্বব্যাংক। তারা বলছে, ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় শতাংশ থাকলেও ২০২৩-২৪ অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছয় শতাংশ হতে পারে।

জানুয়ারি মাসে প্রকাশিত ‘বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক ষাণ্মাসিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্ক এ তথ্য দিয়েছে বিশ্বব্যাংক।

এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ৫০ শতাংশ। আগের অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা একই ছিল।

যদিও সাময়িক হিসাবে ২০২২-২৩ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। উন্নয়ন সহযোগী এ সংস্থার মতে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি সাধারণ মানুষকে ভোগাবে।

মূলত ব্যক্তিমানুষের ভোগব্যয়ের কারণে মূল্যস্ফীতির হার বাড়তি থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিদেশি মুদ্রার রিজার্ভ নিম্নমুখী থাকায় আমদানি নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং সে কারণে বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে।

তবে ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতির চাপ কমলে প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে। আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ।

এক বছরে সবচেয়ে বেশি রপ্তানি আয় ডিসেম্বরেএক বছরে সবচেয়ে বেশি রপ্তানি আয় ডিসেম্বরে
একই সঙ্গে ইউরোপিয় ইউনিয়নে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রত্যাশিত প্রবৃদ্ধি হচ্ছে না এবং বিষয়টি প্রবৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

এছাড়া সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের আগে কিছু সময় অনিশ্চয়তা ছিল, বেসরকারি খাতের বিনিয়োগে যার প্রভাব পড়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...