জানুয়ারি ২৪, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে তাঁর উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রব‌ার বাংলা‌দে‌শে অব‌স্থিত ভারতীয় হাইক‌মিশ‌নের ফেসবুক পোস্টে এতথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

প্রধানমন্ত্রী মোদি তাঁর বার্তায় উল্লেখ করেছেন যে, ঐতিহ্যবাহী উত্সাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপনকালে, বিশ্বজুড়ে মানুষ ভ্রাতৃত্ব ও একতার মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি দুই দেশের এবং সারা বিশ্বের জনগণের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী অংশীদারত্বকে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের রোল মডেল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অবদানকেও প্রধানমন্ত্রী মোদি গভীরভাবে লালন করেন। তিনি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁর সঙ্গে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...