জানুয়ারি ২৩, ২০২৫

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজা উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়, চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে পুঁজিবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...