ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৯২ কোটি টাকা। গত সপ্তায় পুঁজিবাজারে মূলধন পরিমাণ ১ হাজার ৬২১ কোটি টাকা কমেছে। সব ধরনের সূচকও কমেছে। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গত সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি ৬৯ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২১ কোটি ৭১ লাখ টাকা।

সূত্র মতে, ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৮ দশমিক ২৫ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৭৩ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪২২ কোটি ২৩ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫টির, দর কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানির। লেনদন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার।

সপ্তাহে ডিএসইর সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২০৫ দশমিক ১২ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ১০ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩৫৫ দশমিক ৮৬ পয়েন্টে এবং ২ হাজার ২২১ দশমিক ৩৪ পয়েন্টে।

এদিকে গেল সপ্তাহের শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করে ১৪ দশমিক ৩২ পয়েন্টে। যা আগের সপ্তাহের শেষে ছিল ১৪ দশমিক ৩৮ পয়েন্ট। এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে দশমিক শূন্য ৬ পয়েন্ট।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...