ডিসেম্বর ২৩, ২০২৪

অবশেষে বাজারে আসতে যাচ্ছে বহুল আলোচিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ড দুটির খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন করেছে। ফান্ড দুটি হচ্ছে- এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ ও ফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের আকার হচ্ছে ১০০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এর এই ফান্ডের উদ্যোক্তা ও ট্রাস্টি যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।

অন্যদিকে এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফের আকার হবে ৫০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির উদ্যোক্তা ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ডন গ্লোবাল লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে থাকবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...