![](https://thebiz24.com/wp-content/uploads/2022/11/pm-sangad-2-2210301451.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দেশের অর্থনীতি ভালো অবস্থানে ধরে রাখতে সরকার চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এজন্য সবাইকে একটু কৃচ্ছ্বতা সাধনা করতে হবে। সবাইকে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে।
রোববার (৬ নভেম্বর) রাতে জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনীতে দেওয়া ভাষণে সংসদ নেতা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক উন্নত দেশও আজ হিমশিম খাচ্ছে। সারা বিশ্বব্যাপী বিপর্যস্ত অবস্থা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমাদেরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলাফল ভোগ করতে হচ্ছে। সারা বিশ্বে ভয়াবহ মূল্যস্ফীতি।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের চাহিদা পূরণ করতে। তারপরও আমাদের ওপর চাপটা আসছে। সবকিছুতে ভর্তুকির পরিমাণ বেড়ে গেছে। বাজেট দিয়ে দেশটাকে ভালোভাবে চালাচ্ছিলাম। বাজেটে ভর্তুকি রেখেছিলাম। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে চাহিদা বেড়েছে। জ্বালানি তেলসহ সবকিছুতে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। এর প্রভাব পড়ছে রিজার্ভেও।’
খাদ্য পরিস্থিতি সম্পর্কে অভয় দিয়ে সরকারপ্রধান বলেন, ‘খাদ্য পরিস্থিতি নিয়ে চিন্তার কিছু নেই। তারপরও আগামীতে যেন কোনো সমস্যা না হয় সেটা মাথায় রেখে আমরা আমদানিরও ব্যবস্থা রেখেছি। আমাদের দেশের মানুষের যেন কষ্ট না হয় সে দিকে লক্ষ্য রাখছি।’
তিনি আরও বলেন, ‘আমরা খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছি। করোনার সময় থেকে আমি আহ্বান জানাচ্ছি, এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। আজও সেই আহ্বান আবার জানাচ্ছি। এক ইঞ্চি জমিও কেউ ফেলে রাখবেন না।