জানুয়ারি ১০, ২০২৫

দেশের অর্থনীতি এখন ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, দায়িত্ব পালন করার ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে করছি না। আজ রোববার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ এইচ মাহমুদ আলী বলেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে। এদিকে নতুন দায়িত্ব পেয়ে সচিবালয়ে প্রথম অফিসে করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

তিনি বলেন, করোনার সময় থেকে এবং পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বের অর্থনীতিই চাপে রয়েছে। আমাদের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে আছে। এ অবস্থা উত্তরণে দুর্নীতি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে মূল লক্ষ্য।

আরও পড়ুন: যৌথ পরিসেবা ‘ব্যাঙ্কাসুরেন্স’ চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেটলাইফ

এর আগে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ওয়াসিকা আয়শা খানকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তাকে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান। এর আগে কোনো নারী অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাননি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...