জানুয়ারি ২২, ২০২৫

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার ডি মারিয়া স্বাক্ষরিত জার্সি পাঠিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জন্য। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই জার্সির ছবি পোস্ট করেছেন। যাতে ডি মারিয়ার স্বাক্ষর আছে এবং পাপনের নাম লেখা আছে।

কলকাতার এই ক্রীড়া উদ্যোক্তার মাধ্যমে সম্প্রতি দু’জন তারকা ফুটবলার ঢাকা সফর করেছেন। তারা হলেন- বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদিনহো।

এবার শতদ্রু ডি মারিয়াকে ঢাকা আনার চেষ্টা করছেন। এর আগে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে ঢাকা সফর করা ডি মারিয়া সব ঠিক থাকলে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...