জানুয়ারি ২৪, ২০২৫

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। একজনকে মারাত্মক অবস্থায় নওগাঁ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৫ জুন) দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগাচাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে কর্মরত নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, সোমবার দুপুর সোয়া ১টায় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও যাত্রী বোঝাই সিএনজি মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...