জানুয়ারি ৫, ২০২৫

এসির আউটডোর থেকে রাজধানীর গুলশান-১ নম্বর গোল চত্বরে এডব্লিউআর-১৮ তলা ভবনের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে মাত্র ১৫ মিনিটেই সেই আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

শনিবার (২৩ মার্চ) বিকাল ৪টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গুলশানের এডব্লিউআর ১৮ তলা ভবনের নয় তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) আউটডোরে আগুন লাগে।

ফায়ার সার্ভিস থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, আজ শনিবার বিকেল চারটা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ৪টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ১৫ মিনিটের আগুন নেভাতে সক্ষম হয় তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানাতে পারেননি ফায়ার সার্ভিস । এছাড়া কোনও হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...