জানুয়ারি ২২, ২০২৫

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ইসরাইল এবং হামাসের মধ্যে প্রায় সাত মাসের যুদ্ধে ফিলিস্তিনে কমপক্ষে ৩৪,৫৩৫ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় আরো ৪৭ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৩৪,৫৩৫ জনে দাঁড়ালো।

বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭৭,৭০৪ জন আহত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...