জানুয়ারি ১১, ২০২৫

চট্টগ্রামে ছয়টি ব্যাংক থেকে নেওয়া প্রায় ৭৫ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে হাসানুর রশিদ নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) খাতুনগঞ্জ থানা পুলিশ পদ্মা ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ শাখা এবং রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

খাতুনগঞ্জ শাখার ঋণ খেলাপি বেঙ্গল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হাসানুর রশীদের কাছে পদ্মা ব্যাংকের পাওনা প্রায় সাড়ে পঁচিশ কোটি টাকা। পদ্মা ব্যাংকের করা মামলায় ৩০ নভেম্বর, ২০২২ সালে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান, অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হাসানুর রশিদের বিরুদ্ধে আরও খেলাপি মামলা রয়েছে। সেসব মামলা নিয়েও অনুসন্ধান চালান হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...