জানুয়ারি ২৩, ২০২৫

বেশ কিছুদিন ধরেই এষা দেওল-ভরত তখতানির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে তাদের ১২ বছরের সংসার ভেঙে চুরমার।

হেমা মালিনি-ধর্মেন্দ্রর বড় মেয়ে এষা দেওল। গত কয়েক মাস ধরে মায়ের বাড়িতেই থাকতেন এষা। সেখানেই বিচ্ছেদের কানাঘুষো শুরু। অবশেষে তা বাস্তবে রূপ নিল।

২০১২ সালের জুন মাসে হিরা ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন এষা। ২০১৭ সালে তাদের প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। তার দুই বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। তাদের সাজানো-গোছানো সংসার ছিল। কিন্তু চিড় ধরে সেই সুখের সংসারে।

গুঞ্জন রয়েছে এষার স্বামী ভরত নাকি পরকীয়ার সম্পর্কে জড়ান। বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে একত্রে থাকেন। সেই কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এষা।

দিল্লি টাইমসকে এষা ও ভরত বলেন, আমরা যৌথসম্মতিতে শান্তিপূর্ণভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এ সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...