জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এমারেল্ড অয়েলের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে আলোচ্য শেয়ার বিক্রি সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া এমারেল্ড অয়েলের মোট শেয়ারের ৫৯ দশমিক ৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। এর আগে কোম্পানিটির বিরুদ্ধে আইনের তোয়াক্কা না করেই কোনো রকম ঘোষণা ছাড়াই শেয়ার ক্রয়ের অভিযোগ উঠেছিলো।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...