সেপ্টেম্বর ১০, ২০২৪

রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের সুদ হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে ঋণ নিতে হলে সুদ গুণতে হবে ৪ শতাংশ। আগে তা ছিল ৩ শতাংশ। অর্থাৎ সুদের হার ১ শতাংশ বাড়লো।

মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।

ইডিএফের আওতায় উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারকের কাছ থেকে ব্যাংকগুলো ৪ শতাংশ হারে সুদ আদায় করবে। আদায় করা এই সুদের ২ দশমিক ৫০ শতাংশ পুনঃঅর্থায়নের সুদ বাবদ বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। বাকিটা সংশ্লিষ্ট ব্যাংকের। এটি ১৩ নভেম্বর থেকে কার্যকর হবে।

আমদানি বিল পরিশোধ ও বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে পুনঃঅর্থায়ন তারিখ পর্যন্ত সময়কে ‘অন্তর্বর্তী’ সময় হিসেবে ধরা হয়। সম্প্রতি রপ্তানি কমে গেছে এবং আমদানির পরিমাণ বেড়েছে। আর এসময় সুদের হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে ইডিএফের আকার ৭০০ কোটি ডলার। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এই তহবিল থেকে রপ্তানিকারকেরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *