অক্টোবর ৮, ২০২৪

চ্যাম্পিয়নস লিগের চলতি আসরটি নাপোলির বিপক্ষে হারলেও পরে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে ক্লপের শিষ্যরা। অন্যদিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের স্বাদ পায় নাপোলি। সিরি আতে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙে দলটি।

চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাব লিভারপুল ও ইতালির ক্লাব নাপোলির ম্যাচের শুরুতে গোলের দেখা পাচ্ছিল না কেউই, তবে শেষ দিকের নাটকীয়তায় জয় পেয়েছে লিভারপুল।

ম্যাচে জয় এলেও গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যেতে পারেনি অলরেডরা। ইতালির ক্লাবটির বিপক্ষে অন্তত চার গোলের ব্যবধানে জয় পেলে গ্রপ ‘এ’ এর সেরা দল হয়ে পরের রাউন্ডে যাওয়ার সু্যোগ ছিল তাদের, তবে শেষ ষোলোর টিকিট আগেই নিশ্চিত হয়েছে দুই দলের।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে লিভারপুল। মোহামেদ সালাহ দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান ডারউইন নুনেজ।

চ্যাম্পিয়নস লিগের চলতি আসরটি নাপোলির বিপক্ষে হারলেও পরে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের স্বাদ পায় নাপোলি। সিরি আতে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙে দলটি।

ম্যাচের শুরু থেকে গোলের চেষ্টা চালায় দুই দলই, কিন্তু প্রথমার্ধে কেউই নিজেদের সুযোগ কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে নাপোলির হয়ে ফ্রি কিকে গোল পেয়ে যান লেও ওস্টিগার, তবে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোলের দেখা পেয়ে যান সালাহ। কর্নারে হেডে গোলটি করেন মিসরের এ ফরোয়ার্ড। ৭ গোল করে কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এককভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। এতে করে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ক্লপের শিষ্যরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *