ডিসেম্বর ২৩, ২০২৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সারা দিনে ইসরাইলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

একইদিনে ৩৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের ৭৮তম দিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই এই হারে মানুষ মারছে ইসরাইলি বাহিনী।

গাজায় অবিরত হামলায় এখন পর্যন্ত ২০ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন।

নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী ও বয়স্ক লোকজন রয়েছেন। তাছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।

এর আগের দিন ইসরাইলি বাহিনীর বিমান হামলায় জাতিসংঘের এক কর্মীসহ তার পরিবারের ৭৬ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। গাজা সিটির কাছে এ হামলায় আরও বেশ কয়েকজন স্বজন আহত হন।

গাজার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা শহরে শুক্রবার যে হামলা চালানো হয়েছে, তা ছিল ভয়াবহ। পরিবারটির নিহতদের একটি আংশিক তালিকা তিনি প্রকাশ করেছেন। তালিকায় যৌথ পরিবারটির ১৬ কর্তা রয়েছেন। নিহতদের মধ্যে পরিবারটির শিশু ও নারীরা রয়েছেন।

নিহতদের মধ্যে জাতিসংঘের উন্নয়নবিষয়ক সংস্থা ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রবীণ কর্মী ইসাম আল-মুগরাবি, তার স্ত্রী এবং তাদের পাঁচ সন্তান রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...