জানুয়ারি ৫, ২০২৫

ভারতীয় পেসার মোহাম্মদ শামির সঙ্গে তার স্ত্রী হাসিন জাহানের বিবাদের কথা সবার জানা। এই পেসারের বিরুদ্ধে পরকীয়া, মারপিটসহ একাধিক অভিযোগ এনে মামলাও করেছেন তার স্ত্রী। তাদের বিচ্ছেদের মামলা এখনো ঝুলে রয়েছে। এর ফলে দীর্ঘ সময় ধরে নিজের মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি শামি।

অবশেষে গত বৃহস্পতিবার (১ আগস্ট) ৬ বছর পর মেয়ের সঙ্গে সাক্ষাত করেছেন শামি। এক ইন্সটাগ্রাম পোস্টে এই কথা জানিয়েছেন তার স্ত্রী হাসিন। সে পোস্টে অবশ্য সূক্ষ্ম খোঁচাও দিয়েছেন এই ভারতীয় পেসারকে।

আলোচিত সেই ইন্সটাগ্রাম পোস্টে হাসিন লিখেছেন, ‘যাই হোক, আজ বেবো নিজের ড্যাডির সঙ্গে দেখা করতে গেছে। আল্লাহ আমার মেয়েকে সবার খারাপ নজর থেকে রক্ষা করুক।’

এই পোস্টে শামির ভাই এবং ভাবিকে কটাক্ষ করে হাসিন যোগ করেন, ‘আজ তো শামা আর হাসিব নিশ্চয় ঘুমাতে পারেনি। শামির থেকে আমাকে আর আমার মেয়েকে দূরে রাখতে কম নোংরামি করেনি ওরা দুজনে। শামির মাথাতেও আমাকে নিয়ে নোংরামি আর লোভ ঢুকিয়েছে।’

হাসিন আরও লিখেছেন, ‘কিন্তু কথায় আছে সবুরে মেওয়া ফলে। আমি ধৈর্য ধরে এতদিন চুপচাপ অপেক্ষা করেছি, আর খোদার ওপর ভরসা রেখেছি। অবশেষে দেখুন, বাবা-মেয়ের মিলন হলো। আল্লাহ চাইলে, শামিও শুধরে যাবে ইনশাআল্লাহ! আল্লাহ আমার শত্রুদের মুখে জুতা মারবে, আমি ধৈর্য ধরে বসে রয়েছি।’

শামির সঙ্গে তার সম্পর্কে চিড় ধরার পেছনে ভারতীয় পেসারের পরিবারের সদস্যদের দায়ী করেন হাসিন। বলেন, তাদের প্ররোচনাতেই নাকি শামি ভুল রাস্তায় হেঁটে নিজের সাজানো সংসার ভেঙেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শামি ও হাসিন। তবে এরপর থেকে নানা কারণে তাদের সম্পর্কে ফাটল ধরে, যা এখন আদালত পর্যন্ত পৌঁছেছে। এই দম্পতির একমাত্র মেয়ের নাম আয়রা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...