ডিসেম্বর ২৩, ২০২৪

ছয় ঘণ্টা সফরে আজ কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে রওয়ানা দেবেন। আর বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবার রওয়ানা দেবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে মিঠামইনে গিয়ে সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করবেন। এরপর সেনানিবাস থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুর গ্রামের বাড়ি যাবেন। রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার খাবেন ও বিশ্রাম নেওয়ার পর তিনি বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে সুধী সমাবেশে বক্তৃতা দেবেন। এরপর হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত হাওরবাসী। তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এর আগে ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন প্রধানমন্ত্রী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...