নভেম্বর ১৬, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজম তৃতীয়বারের মতো ইসলামিক বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের ৫০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন।

আর‘উইমেনআই রিপোর্ট ২০২৩’ অনুসারে সিইওদের মধ্যে তিনি সপ্তম স্থানে রয়েছেন।

এর আগে ২০২১ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হুমায়রা আজম প্রথম এই ধরনের বৈশ্বিক স্বীকৃতি ও সম্মান লাভ করেন।

কেমব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স এবং কেমব্রিজ আইএফএ দ্বারা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...