ডিসেম্বর ২৩, ২০২৪

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার লড়াই মানেই ভিন্নরকমের উত্তেজনা। বিশেষ করে ২০১৭ সাল থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই সময়ের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা খেলেছে ১৩টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে শ্রীলঙ্কার জয় ৭টিতে। আর বাংলাদেশ জিতেছে ৫টিতে। একটি ম্যাচের ফলাফল হয়নি।

এদিকে এশিয়া কাপে এখনও পর্যন্ত ৬বার শিরোপা জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। বৃহস্পতিবার সেই খরা ঘুচানোর মিশনে প্রথম মাঠে নামছে টাইগাররা। এরই মধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। এই ম্যাচে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। টাইগারদের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিমের।

যদিও অভিষেকে আলো ছড়াতে পারেননি তিনি। মাহিশ থিকশানার বলে শূন্য রানে আউট হয়েছেন এই ওপেনার। তানজিদ ফেরার পর নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নাইম বেশ ভালো শুরুও করেছিলেন। ধনঞ্জয়া ডি সিলভার বলে লেংথ বলে এক্রস দ্য লাইন খেলতে গিয়ে পয়েন্টে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

সাকিব আল হাসান এদিন চার নম্বরে নেমে থিতু হতে পারেননি। তিনি ৫ রান করে মাথিশা পাথিরানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...