ডিসেম্বর ২২, ২০২৪

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি রেললাইন অবরোধ করা রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা সরে গেছেন। ফলে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

এদিকে দুপুর তিনটার দিকে পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা রেললাইন এলাকা ছাড়েন। এর আগে সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে তারা নতুন কর্মসূচি নিয়ে রেল ভবনের দিকে রওনা হবেন। আমরা গত এক বছর ধরে রেলের মন্ত্রী, সচিব বরাবর স্মারকলিপি দিয়ে আসছি। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আমাদের এখন করো চাকরি নেই। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে- আউটসোর্সিংয়ের লোক নেওয়া হয়েছে। আমাদের কাজ করতে হলে বিনা বেতনে করতে হবে। এমন পরিস্থিতিতে আন্দোলনের বিকল্প নেই।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...