জানুয়ারি ২২, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার (৩০ জানুয়ারি) প্রকাশ করা বড় অংশের কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২২) ব্যবসায় পতন হয়েছে। এছাড়া ৩৫ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন আর্থিক হিসাব প্রকাশ করা ৩৭টি কোম্পানির মধ্যে ১৪টির বা ৩৭.৮৪ শতাংশ কোম্পানির প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এছাড়া ১০টি বা ২৭.০২ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে, ৫টি বা ১৩.৫১ শতাংশ কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে, ৪টি বা ১০.৮১ শতাংশ কোম্পানির লোকসান বেড়েছে এবং বাকি ৪টি ১০.৮১ শতাংশ কোম্পানির লোকসান কমেছে।

৩৭টি কোম্পানির মধ্যে ৪টি মিউচ্যুয়াল ফান্ড আর্থিক হিসাব প্রকাশ করেছে। ওই ৩৭টি কোম্পানির মধ্যে ১৩টি বা ৩৫.১৪ শতাংশ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে লোকসান হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর প্রথমার্ধের শেয়ারপ্রতি মুনাফা/লোকসানের তথ্য প্রকাশ করা হল-

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...