জানুয়ারি ২৬, ২০২৫

কক্সবাজারের চৌফলদন্ডীতে ৩২ ভরি স্বর্ণ ও ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় লুণ্ঠিত ১৬ ভরি স্বর্ণ ও ১ লাখ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১০ জুলাই) বিকেল ৪টায় কক্সবাজার র‍্যাব-১৫ ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অপহরণকারীদের ধরার জন্য র‍্যাব তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় এজাহারনামীয় একজনসহ চার জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত ১৬ ভরি স্বর্ণ ও ১ লাখ ১ হাজার টাকা।

গত ২৩ জুন বিকাল ৪টার দিকে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনারপাড়া বটতলীর নোমানিয়া মাদ্রাসার সামনে ছিনতাইয়ের শিকার হন স্বর্ণ ব্যবসায়ী মিশু দে। এই ঘটনায় তিনি ২৪ জুন কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, কক্সবাজার শহরের বড়বাজারে ছালাম মার্কেটে মিশু দে’র ‘তরুলতা জুয়েলার্স’ নামে স্বর্ণের দোকান রয়েছে। সেখান থেকে তিনি প্রতি দুই সপ্তাহ পরপর ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে বিভিন্ন স্বর্ণ রেডিমেইড বিক্রির জন্য নিয়ে যান। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন দুপুরে মিশু ও স্বর্ণকাজের কারিগর সৌরভ ধর বেশ কিছু স্বর্ণ অলংকার বিক্রির জন্য নিয়ে যান। সেখান থেকে কিছু স্বর্ণ অবিক্রিত থেকে যায়।

স্বর্ণ বিক্রির টাকা ও অবিক্রিত স্বর্ণ নিয়ে ঈদগাঁও বাজার থেকে সিএনজি অটোরিকশা করে কক্সবাজার শহরে আসার পথে বিকাল ৪টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া বটতলী এলাকার নোমানিয়া মাদ্রাসার সামনে রাস্তার ওপর ছিনতাইকারীদের কবলে পড়ে। ওই এলাকার নুর আহমদের ছেলে মো. শাহেদ, একই ওয়ার্ডের মাইজপাড়ার নাছিরের ছেলে মো. বেলাল ও ঘোনারপাড়ার রমজানের ছেলে জাহেদ ধারালো অস্ত্র নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। পরে সৌরভ ধরের কাঁধে থাকা ১১ লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...