জানুয়ারি ২৩, ২০২৫

বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিওিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করেছে৷ এরই প্রেক্ষিতে ৪৯টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷

এরই প্রেক্ষিতে সিটি ব্রোকারেজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ফাস্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোং লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে৷ ইতোমধ্যে উল্লেখিত কোম্পানিসমুহ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনও শুরু করেছে৷

এই প্রক্রিয়ায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের ওএমএস ভেন্ডর, ডিরেক্টএফএন (DirectFN) এবং এনবিএল সিকিউরিটিজ লিমিটেড ও সেবা ক্যাপিটাল লিমিটেডের ওএমএস ভেন্ডর, এসকে অ্যডভাইজারি এফজেড এলএলসি (SK Advisory FZ LLC)৷

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণের ধারাবাহিক কার্যক্রমের অংশহিসেবে তিনটি প্রতিষ্ঠান ইউজার এক্সেস্টটেন্স টেস্টিং (User Acceptance Testing) কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করে৷ প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর পূর্ববর্তী ধাপ হলো-ফিক্স সার্টিফিকেশনের (Fix Certification)৷ ওএমএস Go Live এ যাওয়ার জন্য ডিএসই’র ম্যাচিং ইঞ্জিন ও ব্রোকার হোষ্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর System Compatibility যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ফিক্স সার্টিফিকেশন৷

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ১৩ ও ১৪ জুন, এনবিএল সিকিউরিটিজ ১১ ও ১৫ জুন এবং সেবা ক্যাপিটাল ২৪ জানুয়ারি ফিক্স সার্টিফিকেশনের জন্য টেস্ট কেসের কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করে৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম।

আজ সোমবার (৪ জুলাই) ডিএসই’র আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম ডিএসই’র সভাকক্ষে তিনটি প্রতিষ্ঠানকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, এনবিএল সিকিউরিটিজের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শাহাদাত হোসেন এবং সেবা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম আল আজাদ এবং ভেন্ডর প্রতিনিধি এনবিএল সিকিউরিটিজের কনসালটেন্ট নিজাম উদ্দিন আহমেদ সহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

ফিক্স সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানে ডিএসই’র আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে পুঁজিবাজারেরও উন্নয়ন সাধিত হচ্ছে। নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন ডিএসইর ডিজিটালাইজেশন কার্যক্রমের বড় একটি ধাপ৷ বিগত দিনে ডিএসই শুধুমাত্র একটি সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম সম্বলিত ম্যাচিং ইঞ্জিনের মাধ্যমে লেননদেন সম্পন্ন করত৷ এখন ডিএসই’র ট্রেকহোল্ডারদের ভিন্ন ভিন্ন ওএমএস সিস্টেম ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। এই ওএমএস এ‍র অন্তর্ভূক্তির নতুন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ডিএসই ইতোমধ্যে ফিক্স সার্টিফিকেশন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এখন ডিএসই, প্রযুক্তি প্রদানকারী ও ব্রোকারেজ হাউজগুলো একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডিএসই প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির অন্তর্ভূক্তির মাধ্যমে পুঁজিবাজার উন্নয়নের জন্য কাজ করছে। আমি আশা করি ডিএসই অচিরেই আধুনিক প্রযুক্তি সম্বলিত আন্তর্জাতিকমানের এক্সচেঞ্জে পরিণত হবে।

ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, উন্নত বিশ্বে পুঁজিবাজারের সার্ভিসগুলো মূলত অ্যাপ ভিত্তিক। আর ওএমএস ছাড়া অ্যাপ চালু করা সম্ভব নয়। তাই অ্যাপের মাধ্যমে নতুন নতুন সার্ভিস যুক্ত করার জন্য নিজস্ব ওএমএস থাকা প্রয়োজন। যে সকল কোম্পানি প্রথমে ওএমএস চালু করতে পারবে, তারা নতুন সার্ভিস প্রদানের মাধ্যমে অধিকতর সুবিধাভোগ করতে পারবে।

এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিম, মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জোবায়ের এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, এনবিএল সিকিউরিটিজের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শাহাদাত হোসেন এবং সেবা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম আল আজাদ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...