জানুয়ারি ৯, ২০২৫

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনার শিকার হলেন হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দুইবার তার গাড়ি আঘাতপ্রাপ্ত হয় এবং তিনি আহত হন। ঘটনাগুলোকে সন্দেহজনক মনে করছেন হাসনাত।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে হাসনাত জানান, দুইবার তার গাড়িতে আঘাত করা হয়েছে। একবার মাতুয়াইলে আরেকবার গুলিস্তানে।

‘ঘটনাগুলো আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এখন পুলিশ এগুলো তদন্ত করে বের করবে।’ মুঠোফোনে বলেন হাসনাত।

মাতুয়াইলে হাসনাতের গাড়িতে পিছন থেকে এসে আঘাত করে একটি মিনি ট্রাক। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পোস্টে এই ঘটনাকে হত্যাচেষ্টা বলে দাবি করেন তিনি।

এর আগে বুধবার চট্টগ্রাম থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে একটি ট্রাক এসে আঘাত করে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে পৌঁছালে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করে পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...