জানুয়ারি ২৩, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানি পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আজ (২৮ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে । সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন, নতুন বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আফতাব অটোমোবাইলস লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, বিএসআরএম স্টিল, ডমিনেইজ স্টিল বিল্ডিং সিস্টেমস, গোল্ডেন সন, জিপিএসইচ ইস্পাত, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি, মেট্রো স্পিনিং, ন্যাশনাল টি, ন্যাশনাল টিউবস, নাভানা সিএনজি, ওরিয়ন ইনফিউশন, সাফকো স্পিনিং মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড।

এর মধ্যে আফতাব অটোমোবাইলসের এজিএম সোমবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। একইভাবে আইসিবির এজিএম সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বিএসআরএম স্টিলের এজিএম সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ডমিনেইজ স্টিল বিল্ডিং সিস্টেমসের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। গোল্ডেন সনের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। খুলনা পাওয়ারের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অটোকারসের এজিএম দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের এজিএম দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। জিপিএইচ ইস্পাতের এজিএম বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের এজিএম বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

মেট্রো স্পিনিংয়ের এজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টি কোম্পানির এজিএম বেলা ১১টায়, ন্যাশনাল টিউবসের বিকেল ৩টায়, নাভানার সকাল সাড়ে ১০টায়, ওরিয়ন ইনফিউশনের এজিএম বিকেল ৪টায়, সাফকো স্পিনিংয়ের বেলা ১১টায়, সামিটের বেলা সাড়ে ১১টায় এবং ইউসুফ ফ্লাওয়ার মিলসের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...