ডিসেম্বর ২২, ২০২৪

চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে প্রায় ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসেবে) যে অঙ্ক দাঁড়ায় ১২ হাজার ২১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (১৮ জুন) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনের ১৬ দিনে প্রতিদিন বৈদেশিক আয় এসেছে ৭ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৫০ ডলার। মে মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৫ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৩৩ ডলার। এ বিবেচনায় জুন মাসে রেমিট্যান্স বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...