জানুয়ারি ১১, ২০২৫

গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে ইসলামী ব্যাংকের শেয়ার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আজ (সোমবার) দুপুর ১২টা ৩৪ মিনিটে ইসলামি ব্যাংকের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৮ টাকা ৩০ পয়সায়।

গতকাল এই শেয়ার লেনদেন শেষ হয় ৫৪.৩০ টাকা। রোববার ব্যাংকটির মোট ৩১.১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১৬.২৯ কোটি টাকা। এ দিন ইসলামী ব্যাংক ‘টপ গেইনার’ তালিকার শীর্ষে ছিল।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১২ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৫০ টাকার ওপরে ছিল। গত মাসে এর বাজার মূলধন ৩,৪৯৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৮,৭৪২ কোটি টাকায় পৌঁছেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

এদিকে, ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হওয়ার জন্য বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ ব্যাংকটির শেয়ার কিনছে বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাংকের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ করা সত্ত্বেও এর শেয়ারের দাম বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...