ডিসেম্বর ২২, ২০২৪

কনটেইনার বহন করে নিয়ে যাওয়ার সময় বৈরি আবহাওয়ার কারণে সমুদ্রে অর্ধেক কাত হয়ে যাওয়া ‘এনভি পানগাঁও’ নামের জাহাজটি ১০ দিনেও উদ্ধার করা যায়নি। জাহাজটিতে এখনো ৯৩টি কনটেইনার রয়েছে বলে জানা গেছে।

সি গ্লোরি শিপিং এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান এই জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে।

সি গ্লোরি শিপিং এজেন্সির ব্যবস্থাপক মইনুল হোসেন জানান, গত ৬ জুলাই আমদানিকৃত ৯৬টি কনটেইনার বন্দরে নিয়ে আসার পথে সন্ধীপ চ্যানেলে বৈরি আবহাওয়ার কারণে কাত হয়ে জাহাজের অর্ধেকাংশ ডুবে যায়। সেসময় জাহাজে থাকা তিনটি কনটেইনার সমুদ্রে ভেসে গেলেও সেগুলো পরে কোস্ট গার্ডের সহায়তায় উদ্ধার করা হয়। বর্তমানে অর্ধ ডুবন্ত জাহাজে ৯৩টি কনটেইনার রয়েছে। জাহাজটি নিরাপদে উদ্ধার করে কনটেইনার ভর্তি আমদানি পণ্যগুলো অক্ষত অবস্থায় ইয়ার্ডে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। গত ১০ দিন ধরে জাহাজটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্ঠা অব্যাহত রয়েছে। ঘটনাস্থলের আশেপাশে সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি উদ্ধারে বিলম্ব হচ্ছে।

দুর্ঘটনা কবলিত পানগাঁও এক্সপ্রেস জাহাজটি চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন। এটি ভাড়ায় পরিচালনা করছে সি গ্লোরি শিপিং এজেন্সি। ফলে জাহাজটি উদ্ধারের দায়িত্বও সংশ্লিষ্ট শিপিং এজেন্সির বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গত ৬ জুলাই থেকে জাহাজটি কাত হয়ে সমুদ্রের একই স্থানে বিদ্যমান রয়েছে। জাহাজটি উদ্ধারের জন্য সি গ্লোরি শিপিং এজেন্সি চেষ্ঠা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী’ ও অপর একটি ভাড়া করা জাহাজের সাহায্যে ডুবন্ত জাহাজটি উদ্ধারের চেষ্ঠা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...