ডিসেম্বর ২৭, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এবং রানার ট্রেড পার্ক লিমিটেডের (আরটিপিএল) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হেলমেট উৎপাদনে উভয় কোম্পানির মধ্যে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।

আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এটলাস বাংলাদেশ এবং রানার ট্রেড পার্ক “এটলাস-রানার হেলমেট প্ল্যান্ট” নামে হেলমেট উৎপাদন কারখানা স্থাপন করবে। তবে এতে কী পরিমাণ উৎপাদন হবে এবং বার্ষিক কত টাকা মুনাফা হতে পারে তা জানানো হয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...