ডিসেম্বর ২৭, ২০২৪

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) যাতে অবৈধ কমকাণ্ডে ব্যবহৃত না হয় সেজন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

রোববার (৪ ডিসেম্বর) তিনি বলেছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হুন্ডি অথবা অন্য কোনো অবৈধ লেনদেন হলে ডিস্ট্রিবিউশন হাউজ ও হাউজের অধীনে এজেন্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রবিবার মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ ও বিকাশের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সিআইডিপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে রেমিট্যান্স পাঠানো বন্ধ হলে খুব দ্রুতই রেমিট্যান্স বৃদ্ধি পাবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যাতে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত না হয় তার জন্য সবাই এক হয়ে কাজ করতে হবে।

জবাবে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউজের মালিক ও প্রতিনিধিরা তাকে আশ্বস্ত করেন। তারা বলেন, ‘সব লেনদেন বৈধ চ্যানেলে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।’

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...