ডিসেম্বর ২৬, ২০২৪

ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আমদানি করা বিভিন্ন পণ্যবাহী ভারতীয় ট্রাক দেশে প্রবেশ শুরু করে।

গতকাল সোমবার ভারতের জাতির জপিতা মহাত্মা গান্ধীর জন্মদিন ও বিশ্ব অহিংসা দিবস উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, সোমবার ভারতে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তাই গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ বেলা ১১টা ৪০মিনিটের দিকে এই কার্যক্রম শুরু হয়।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের সহব্যবস্থাপক এস এম হায়দার জানান, আজ থেকে আবারও বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু। ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বন্দরের পানামা পোর্টে প্রবেশ করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...