ডিসেম্বর ২২, ২০২৪

একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে দেশটির হিমাচল প্রদেশ। রাজ্যে ৪৮ ঘণ্টায় ৩০ জনের প্রাণহানি এবং প্রায় চার হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার নতুন করে হিমাচলের একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টার জন্য জারি করা হয়েছে এই সতর্কতা। সোলান, শিমলা, সিরমউরি, কুলু, মান্ডি, কিন্নৌর ও লাহৌলে আগামী ২৪ ঘণ্টার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উনা, হামিরপুর, ক্যাংরা, চাম্বায় জারি গয়েছে কমলা সতর্কতা।

আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে মান্ডি, কিন্নৌর ও লাহৌল-স্পীতিতে। বিগত কয়েক দিনে হিমাচলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

ভারী বর্ষণে হিমাচলের ১২টি সেতু ভেঙে পড়েছে। বিপাশার মতো বড় নদীর পাশপাশি ছোট ছোট নদী, খালগুলোর দুই পাশ প্লাবিত হয়েছে। তাতে জায়গায় জায়গায় নেমেছে ধস। সবমিলিয়ে হিমাচলের ৬৬টি রাস্তা ধসে গেছে। জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ করে দিতে হয়েছে যান চলাচল। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক জায়গায়। গত ৪৮ ঘণ্টায় হিমাচলে ধস এবং আকস্মিক বন্যায় ভেসে যাওয়ার মতো ঘটনায় ৩০ জনের মৃত্যুর এসেছে। এখনও পর্যন্ত তিন থেকে চার হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, গত ৫০ বছরে এত বৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস মিলেছে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...