ডিসেম্বর ৩, ২০২৪

হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে আরও পাঁচ ইসরায়েলি সেনার প্রাণ গেছে। বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযানে নিহত হন তারা। আহত হন নেতানিয়াহু বাহিনীর আরও ১১ সদস্য। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ– আইডিএফ।

 

বিবৃতিতে নিহত ওই চার সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়। তবে, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেলআবিব।

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় বেশ চাপে আইডিএফ বাহিনী। সশস্ত্র গোষ্ঠীটির সাথে সম্মুখ সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৭ ইসরায়েলি সেনা।

অন্যদিকে, এক বিবৃতিতে ৭০ জনের বেশি ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। তবে তাদের মৃত্যুর সময়কাল প্রকাশ করেনি গোষ্ঠীটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...