জানুয়ারি ২২, ২০২৫

হাসপাতাল থেকে ভিডিও প্রকাশ করে দোয়া চাইলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বুধবার (২১ আগস্ট) বিকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে উর্বশী লেখেন— ‘আমার জন্য দোয়া করবেন।’

এ ভিডিওতে দেখা যায়, উর্বশীর ডান হাতের মধ্যমা আঙুল কেটে গেছে। তাতে বেশ রক্ত লেগে আছে। ভিডিওর অন্য অংশে দেখা যায়, সোফায় বসে আছেন উর্বশী। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন উর্বশীর ভক্ত-অনুরাগীরা। তবে এটি কোনো সিনেমার দৃশ্যের প্রয়োজনে, নাকি বাস্তবে আহত হয়েছেন তা জানাননি উর্বশী।

কয়েক মাস আগেও হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন উর্বশী রাউতেলা। দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছিল, নান্দামুরি বালাকৃষ্ণার পরবর্তী সিনেমা ‘এনবিকে ১০৯’। এ সিনেমায় অভিনয় করছেন উর্বশী। হায়দরাবাদে সিনেমাটির তৃতীয় লটের শুটিং চলছে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী। তার ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়।

তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন ‘এনবিকে১০৯’। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

এর আগে ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানায়, ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ার ‘এনবিকে১০৯’ সিনেমা। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী রাউতেলা। তা ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন, নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...