নভেম্বর ২২, ২০২৪

চোটের কারণে বিশ্বকাপ শেষের আগেই দেশে ফিরেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাঁটিয়ে গতকাল সকালে দেশে ফিরেছেন সাকিব। আজ বুধবার (২২ নভেম্বর) হঠাৎ বিসিবিতে হাজির হন টাইগার অধিনায়ক। এদিন বিসিবিতে দেখা যায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও।

এই দুই জনের আসার খবরে স্টেডিয়াম প্রাঙ্গনে ব্যস্ততা বাড়ে ক্রীড়া সাংবাদিকদের। জানা গেছে, সাকিব মিরপুরে এসেছিলেন বিসিবির মেডিকেল বিভাগে নিজের আঙুল দেখাতে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন এই তিনি। তার চোট নিয়ে সর্বশেষ খবর জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ।

সাকিবের চোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাজ ছিল ব্যান্ডেজটা খুলে নতুন করে দেওয়া। পরের অবস্থাটা বুঝতে গেলে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। সাধারণ তিন সপ্তাহ পর চেক এক্স-রে করা হয়, এখনো সেই সময় হয়নি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না। তো তিন সপ্তাহ পর চেক এক্স-রে করে সিদ্ধান্ত নিতে হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...