জানুয়ারি ৩, ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান জুতার ব্যবসায় যুক্ত হলেন। জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টেপ-এর সঙ্গে পথচলা শুরু হলো তার। স্টেপের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আসছে নতুন জাতা ‘শাহ ৭৫’।

এই নামে জুতা উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। দেশের ৯৫টি স্টেপের শোরুমে পাওয়া যাবে ‘শাহ ৭৫’ জুতা।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয় নিয়ে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগে নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যার সমান অংশীদারি থাকবে।’

স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহ করবে বলে জানা গেছে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড ও জার্সি পাওয়া যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...