ডিসেম্বর ২২, ২০২৪

ট্রেড এক্স সিকিউরিটিজ লিমিটেডিকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৮০/২০২৪/৬৭৯ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে: ৩.১/ডিএসই-২৮০/২০২৪/৬৭৮। ২০২৪ সালের ৮ এপ্রিল কোম্পানিটিকে এই সনদ প্রদান করা হয়েছে।

কোম্পানিটির স্টক ব্রোকার ট্রেডিং কোড হচ্ছে : TDX এবং স্টক ডিলার ট্রেডিং কোর্ড হচ্ছে : DLRTDX।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...