ডিসেম্বর ২৩, ২০২৪

নিউজিল্যান্ড থেকে গত পরশু দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরেই সাকিবের পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন সৌম্য সরকার।

বুধবার দুপুরে মাগুরা শহরের কাঁচাবাজার থেকে শুরু করে ঢাকা রোড হয়ে ভায়না মোড় ও কাটাখালী এলাকায় সাকিবের পক্ষে প্রচারণা চালান সৌম্যসহ অন্যান্য ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের কাছে পেয়ে অনেককেই সেলফি তুলতে দেখা যায়।

সাকিব মাগুরার ছেলে হলেও সৌম্য সরকারের বাড়ি সাতক্ষীরা, সাব্বির রহমানের বাড়ি রাজশাহী আর নাজমুল হোসেন অপুর বাড়ি নারায়ণগঞ্জে।

সাকিবের এলাকায় গিয়ে সাকিবের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালানো সম্পর্কে জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকার বলেন, ‘সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের গৌরব। তিনি এখন নৌকার মাঝি। এ জন্যই মাগুরা আসা। তার পক্ষে আমরা ভোটারদের অনুরোধ করছি যেন ৭ জানুয়ারি সাকিবকে বিপুল ভোটে জয়যুক্ত করেন।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...