ডিসেম্বর ২৩, ২০২৪

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি হলে আরও ছয় বা সাতটি মুসলিম দেশ তেল আবিবের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে পারে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, কান নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কোহেন এই মন্তব্য করেন।

কোহেন বলেছেন, ‘সৌদি আরবের সাথে শান্তি মানে বৃহত্তর মুসলিম বিশ্বের সাথে শান্তি।’

তিনি বলেছেন, ‘অন্তত আরও ছয় বা সাতটি দেশের সঙ্গে আমার কথা হয়েছে-সেসব উল্লেখযোগ্য মুসলিম দেশ যাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই-তারা (শান্তি চুক্তিতে) আগ্রহী।’

ইসরায়েলি মন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে আগ্রহী মুসলিম দেশগুলো আফ্রিকা ও এশিয়া অঞ্চলের। তবে তাদের নাম বলতে রাজি হননি তিনি। এসব দেশ স্বেচ্ছায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন কোহেন।

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তির ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ধারণা করা হচ্ছে, চলতি বছরই এ ব্যাপারে একটি ইতিবাচক সাড়া দেবে সৌদি আরব। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনই আভাস দিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...