ডিসেম্বর ২৬, ২০২৪

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ছাড়াও বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠকে বসবে অটোরিকশা চালকরা। আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে দুই মাসের মধ্যে বিআরটিএ লাইসেন্স না দিলে আগামী ৪ ফেব্রুয়ারি শহিদ মিনারে গণজমায়েতের ঘোষণা দিয়েছে অটোরিকশা চালকরা।

আজ রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ শুরু করে ব্যাটারিচালিত রিকশা চালকরা। এর আগে সেখানে গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা। হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

এদিকে দাবি আদায়ে অটোরিকশা চালকরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে রওনা হন অটোরিকশা চালকরা। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুই মাসের মধ্যে বিআরটিএ লাইসেন্স না দিলে আগামী ৪ ফেব্রুয়ারি শহিদ মিনারে গণজমায়েতের ঘোষণা দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত দু’দিন ধরে রাজধানীতে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। এরমধ্যে শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। ওইদিন রেললাইন অবরোধের ফলে পদ্মা সেতু হয়ে চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...