ডিসেম্বর ২২, ২০২৪

সিভিসি ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল) এর নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (১৯ নভেম্বর) কোম্পানিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আনোয়ার কামাল পাশা। এতে আরো অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সম্মানিত পরিচালকগণ, শেয়ারহোল্ডারবৃন্দ এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাগন।

এই সভায় কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, অর্থনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মামুনুর রশিদ মোল্লা। এজিএম-এ শেয়ারহোল্ডারগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন, যা সভার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
বাণিজ্য প্রতিদিনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

এই বার্ষিক সাধারণ সভা সিভিসি ফাইন্যান্স লিমিটেডের জন্য একটি নতুন মাইলফলক হয়ে থাকবে এবং কোম্পানির ভবিষ্যৎ সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে সহায়ক হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...