জানুয়ারি ৫, ২০২৫

পারস্পরিক যোগসাজশে কারসাজির করে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরাধে দুই কোম্পানি জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

এই দুই কোম্পানি হলো- ডায়মন্ড এল লিমিটেড ও সিপি বাংলাদেশ।

অভিযোগ শুনানির পর প্রমাণিত হওয়ায় সোমবার এই দুই কোম্পানিকে জরিমানার আদেশ দেওয়া হয় বলে প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে।

এদের মধ্যে ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

গত কয়েকমাস ধরে অস্বাভাবিকভাবে বেড়ে যায় ডিমের। দাম নিয়ন্ত্রণে বাণিজ্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে চালানো হয় অভিযান।

কারসাজি করে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কেটে করা হয়েছে অতি মুনাফা করা হচ্ছে এমন প্রমাণ পাওয়ায় ছয় কোম্পানি ও চার বাণিজ্যিক অ্যাসোসিয়েশনের (সমিতি) বিরুদ্ধে এর আগে মামলা করার ঘোষণা দেয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...