জানুয়ারি ২৪, ২০২৫

পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরকের আলামত পায়নি সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। ঘটনাস্থলে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান দলের প্রধান মেজর কায়সার বারি।

মঙ্গলবার (৭ মাচ) রাত ১১টায় তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে বিস্ফোরণ বেজমেন্টে হয়েছে। ক্যাফে কুইন নামের সাইট থেকে বিস্ফোরণ হতে পারে। এ ঘটনায় কোনো বিস্ফোরক ব্যবহৃত হয়েছে বলে মনে হচ্ছে না। তবে আমরা বেজমেন্টে এখনও প্রবেশ করতে পারেনি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এদিকে, বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮ জন। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ১৩ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে বিকট শব্দে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...