সেপ্টেম্বর ২০, ২০২৪

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সাথে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন ও অবগত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের কর্মকর্তাদের জন্য ‘ তথ্য অধিকার আইন, বিধি ও নির্দেশিকা সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মসূচি শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) কর্মশালাটি চট্টগ্রাম শহরের ‘হোটেল সৈকত’-এ বেলা ১১ টায় অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. রুমানা ইসলাম।

এসময় তিনি বলেন, তথ্য প্রাপ্তি রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার এবং তথ্য অধিকার আইনের সফল ও যথাযথ প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগনের অধিকার ও সুশাসন নিশ্চিত হবে। তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাগত বক্তব্যের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রেজাউল করিম। এরপর বিএসইসি’র উপপরিচালক জনাব জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় তথ্য অধিকার আইনের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের প্রেক্ষাপটে তথ্যের উপযোগিতা এবং তথ্য প্রদান ও প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেয়া হয়। প্রেজেন্টেশন উপস্থাপনার পর তথ্য অধিকারের নানাদিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ কর্মশালায় ভার্চুয়ালি যোগদান করেন এবং কর্মশালার অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন। তিনি ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করেন এবং তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে বলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন

তিনি।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *