জানুয়ারি ৭, ২০২৫

আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৮তম জন্মদিন আজ। বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খানের জন্মের সময় বিশাল এ নামই রেখেছিলেন তার বাবা সেলিম খান ও মা সুশীলা চরক। জন্মদিনের ঠিক আগ মুহূর্তেই মুম্বাই ফিরলেন সালমান খান। শহরে ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটালেন ভাইজান।

দিল্লি থেকে এদিন তিনি মুম্বাই ফিরে আসেন। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় তাকে। সালমান খান এবং তার ভাগ্নি অর্থাৎ অর্পিতা খানের মেয়ে আয়াতের জন্মদিন একই দিনে। তাই তারা দুজন মিলে এদিন পরিবারের উপস্থিতিতে একসঙ্গে কেক কাটেন। বাবা আয়ুশ এবং মা অর্পিতার সঙ্গে প্রথমে কেক কাটে ছোট্ট আয়াত।

এদিন সালমানের জন্মদিন উপলক্ষ্যে তার বিশেষ বান্ধবী (কানাঘুষোয় শোনা যাচ্ছে তারা নাকি প্রেম করছেন) ইউলিয়া ভান্টুরকেও দেখা যায়। তিনি কেকের টেবিলের কাছে দাঁড়িয়েছিলেন, ঠিক সালমানের পেছনে।

সালমান ও আয়াতের জন্মদিনে এদিন খান পরিবারের প্রায় সবাই হাজির ছিলেন। দেখা মেলে সদ্য বিবাহিত আরবাজ খান, তার ছেলে আরহান খান, আলভিরা খানকে। ছিলেন কিছু ঘনিষ্ঠ বন্ধু যেমন ববি দেওল ও অন্যরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...