জানুয়ারি ৭, ২০২৫

সারাদেশে জেঁকে বসেছে শীত। প্রতিদিনই নামছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আজ শুক্রবার (৩ রা জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে তেতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।

আবহাওয়া অফিস জানায়, দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে । সেই সাথে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি বহাল থাকতে পারে। বিরতি দিয়ে জানুয়ারির মধ্যভাগ থেকে আসতে পারে শৈত্যপ্রবাহ।

শুক্রবারের (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...