জানুয়ারি ১১, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে জানা যায় , বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হওয়ার পর ২২ নভেম্বর থেকে আলোচিত তিন বিদ্যুৎকেন্দ্র আবার উৎপাদন শুরু করেছে। আলোচিত তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রতিটির গ্যাসভিত্তিক ১০ মেগাওয়াটের কাছাকাছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সাথে সামিটের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল, তার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে যায়। এর প্রেক্ষিতে সামিট পাওয়ার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে।

উভয় পক্ষ দর কষাকষির মাধ্যমে গত ২১ নভেম্বর বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্ষম হয়। তারপর দিন থেকে পাওয়ার প্ল্যান্ট তিনটি বিদ্যুৎ উৎপাদন ও তা বিআরইবিকে সরবরাহ শুরু করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...